• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৮:৫৪:২৮ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৮:৫৪:২৮ (20-May-2024)
  • - ৩৩° সে:

ফেলে দেয়া প্লাস্টিক বোতলে তৈরি হচ্ছে ঠাকুরগাঁওয়ের ‘বোতল বাড়ি’

ঠাকুরগাঁও প্রতিনিধি: প্লাস্টিকের বোতল দিয়ে পরিবেশবান্ধব বাড়ি তৈরির উদ্যোগ নিয়ে এলাকায় সাড়া ফেলেছেন ঠাকুরগাঁওয়ের সওদাগর বর্মন (৬০)। সওদাগর বর্মন সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের খড়ি বাড়ি গ্রামের বাসিন্দা। ফেলে দেয়া প্লাস্টিকের বোতল দিয়ে তার তৈরি করা বাড়ি দেখতে প্রতিদিন ছুটে আসছেন অনেকেই।ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ব্যবসায়ী সওদাগর বর্মন। পেশায় একজন মুদি ব্যবসায়ী। দোকানে ব্যবহৃত প্লাস্টিকের বোতল সংগ্রহের পাশাপাশি ৩ হাজার টাকা দিয়ে দেড় মণ বোতল ক্রয় করেন তিনি। এরপর গত বছরের অক্টোবর মাস থেকে ইউটিউব দেখে শুরু করেন বোতল দিয়ে বাড়ি তৈরির কাজ। বর্তমানে রুমের কাজ প্রায় শেষের দিকে। যাতে খরচ হয়েছে ৬০ থেকে ৭০ হাজার টাকা।প্লাস্টিকের বোতলে বালু ভর্তি করে সিমেন্ট দিয়ে পরিবেশবান্ধব এই বাড়ি তৈরির কাজ করছেন তিনি। তার বাড়িটি এখন ‘বোতল বাড়ি’ নামে পরিচিতি পেয়েছে এলাকায়। আশপাশের অনেক মানুষ প্রায় প্রতিদিনই বাড়িটি দেখতে আসেন এখানে। বর্তমানে তার সেই বাড়ির চারদিকে বোতল দিয়ে করা হয়েছে দেয়ালের কাজ।  সওদাগর বর্মন জানান, ইট দিয়ে একটি রুম তৈরি করতে খরচ হয় এক থেকে দেড় লক্ষ টাকা, কিন্তু বোতল দিয়ে একটি রুম করতে তার খরচ হয়েছে ৬০ থেকে ৭০ হাজার টাকা। প্রয়োজন মতো বোতল সংগ্রহ করা গেলে আগামী মাসের মধ্যে বাড়িটির কাজ সম্পূর্ণ করা যাবে বলেও জানান তিনি।