• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ০৯:৩০:৩৬ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ০৯:৩০:৩৬ (20-May-2024)
  • - ৩৩° সে:

বীরগঞ্জ বিএমটিসিতে যন্ত্রপাতি ও সনদপত্র বিতরণ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ বেইস মিতালী প্রশিক্ষণ কেন্দ্র (বিএমটিসি) আয়োজনে কারিগরি ও বৃত্তিমূলক ৬ মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্স সমাপ্তকারী ছাত্রছাত্রীদের মাঝে যন্ত্রপাতি ও সনদপত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।২৫ সেপ্টেম্বর সোমবার দুপুরে বেইস মিতালী প্রশিক্ষণ কেন্দ্রের নরেশ চক্রবর্ত্তী হল রুমে আলোচনা সভা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।এ সময় বেইসের প্রোগ্রাম পরিচালক নজরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে বেইস মিতালী প্রাক-প্রাথমিক শিক্ষা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মি. গৌরাঙ্গ চক্রবর্ত্তীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে এলাহী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক। আরও উপস্থিত ছিলেন বিএমটিসির অধ্যক্ষ মো. জুলফিকার আলী, বেইস ক্ষুদ্রঋণ কর্মসূচির শাখা ব্যবস্থাপক মিস গুলশান আক্তার বানু, শিক্ষা ও ক্ষুদ্রঋণ প্রকল্পের হিসাবরক্ষকবৃন্দ, বিএমটিসির সকল প্রশিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।আলোচনা সভা শেষে জার্মানির সহযোগিতায় বেইস মিতালী প্রশিক্ষণ কেন্দ্রের সেলাই মিশিন, দাতা সংস্থা ব্রীজ অব লাইট, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং অটোমোবাইল ট্রেডের ৮৫ জন ছাত্রছাত্রীর মাঝে এসব যন্ত্রপাতি ও সনদপত্র বিতরণ করা হয়।