• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই শ্রাবণ ১৪৩২ রাত ১১:৩৮:২২ (29-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই শ্রাবণ ১৪৩২ রাত ১১:৩৮:২২ (29-Jul-2025)
  • - ৩৩° সে:

মাভাবিপ্রবি সিপিএস বিভাগের ২৬ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

মাভাবিপ্রবি প্রতিনিধি: ‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগে 'এডভোকেট তপন বিহারী নাগ ছাত্রকল্যাণ তহবিল' এর আওতায় ২৬ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।২৭ জুলাই রোববার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।‎‎অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলেন কুমিল্লা জজ কোর্টের সিনিয়র এডভোকেট তপন বিহারী নাগ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাক ড. মো. আবু জুবাইর এবং শুভেচ্ছা বক্তব্য দেন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আশরাফুল আলম।‎‎অনুষ্ঠানে তহবিলের আওতায় ২০২৪ ও ২০২৫ সালের জন্য বিভাগের ২৬ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এসময় বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।