• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৪:৩৮:৪২ (12-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২৯শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৪:৩৮:৪২ (12-May-2025)
  • - ৩৩° সে:

মাধবদীতে ৫ শত শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদী সদর উপজেলার মাধবদীতে বেসরকারি উদ্যোগে প্রাথমিক শাখার ৫ শত শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।১১ মে রোববার মাধবদী ড্রিম হলিডে পার্কে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মাধবদী থানা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃত্তি প্রদান করা হয়।অ্যাসোসিয়েশনের অধীনে প্রায় ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৯৭জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশহণ করে, এদের মধ্য থেকে বাছাইকৃত ৫ শত জনকে বৃত্তি প্রদান করা হয়।অ্যাসোসিয়েশনের সভাপতি ও মাধবদী মর্নিংসান ইটারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মোল্ল্যার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের সাবেক এমপি খায়রুল কবির খোকন।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ড্রিম হলিডে পার্কের চেয়ারম্যান বাবু প্রবীর কুমার সাহা, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা।সভায় বক্তারা মাধবদী থানা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের বৃত্তি প্রদানের এই উদ্যোগটিকে ব্যাপক সাধুবাদ জানান এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে এই উদ্যোগটিকে চলমান রাখার পাশাপাশি ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের আহ্বান জানান।