• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৭শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৯:৫১:১৬ (11-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

‎ ‎‎লালমনিরহাটে সোনালী ব্যাংক পিএলসির এটিএম বুথ উদ্বোধন

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি : ‎‎লালমনিরহাটের কালীগঞ্জে সোনালী ব্যাংক শাখার পিএলসির এটিএম বুথের উদ্বোধন। এই এটিএম বুথ উদ্বোধনের মাধ্যমে গ্রাহকরা এখন ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন সেবা নিতে পারবেন। এতে ব্যাংকিং সেবা আরও সম্প্রসারিত হবে এবং গ্রাহক ভোগান্তি কমবে।‎১১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ শাখা ভবনের নিচে ফিতা কেটে বুথের উদ্বোধন করা হয়ে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি সোনালী ব্যাংকের রংপুর জেনারেল ম্যানেজার'স অফিসের জেনারেল ম্যানেজার মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।‎‎প্রধান অতিথি বক্তব্যে সোনালী ব্যাংক পিএলসি’র রংপুর অফিসের জেনারেল ম্যানেজার মো. আমিনুল ইসলাম বলেন, সোনালী ব্যাংক শুরু থেকেই দেশের মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবাকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে আমরা ধীরে ধীরে সব শাখায় আধুনিক সেবা যুক্ত করছি।‎তিনি আরও বলেন, "আমাদের লক্ষ্য গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করা এবং ডিজিটাল ব্যাংকিং সুবিধাকে দেশের প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে দেওয়া। কালীগঞ্জের মানুষের জন্য এই বুথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।"‎‎আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রামের ডেপুটি জেনারেল ম্যানেজার ও প্রিন্সিপাল অফিস প্রধান মো. মামুনুর রশিদ হেলালী।‎উদ্বোধনী অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসি, কালীগঞ্জ শাখার ব্যবস্থাপক নজরুল ইসলাম বসুনিয়াসহ কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, ব্যবসায়ী, গ্রাহক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।