লক্ষ্মীপুরে মেয়ের সাথে অভিমানে বিষপানে মা ও শিশু কন্যার মৃত্যু!
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে তাসলিমা বেগম (৪০) ও মিতু আক্তার (৩) নামে মা ও শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বড় মেয়ের সাথে পারিবারিক কলহের সূত্র ধরে ছোট মেয়েকে বিষপান করিয়ে এবং নিজে বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।২২ জুলাই মঙ্গলবার দুপুরে রায়পুর উপজেলাধীন দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটে।তাসলিমা বেগম চরলক্ষ্মী গ্রামের গিয়াস উদ্দিন মাঝি বাড়ির কৃষক শাহাবুদ্দিন মাঝির স্ত্রী।স্থানীয়রা জানায়, গেল তিন বছর আগে চরলক্ষ্মী গ্রামের মাহফুজ আলমের সঙ্গে পারিবারিক ও আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাসলিমার বড় মেয়ে সাবিনা আক্তার। কিন্তু, বিয়ের পরই শ্বশুর বাড়িতে শাশুড়ীর সাথে নিয়মিত ঝগড়া হতে থাকে সাবিনার। ঝগড়ার জেরে বাবার বাড়িতে এসে অবস্থান নেয় সাবিনা। ওই ঝগড়াকে কেন্দ্র করে বিগত মাস খানেক ধরে মা-মেয়ের মনোমালিন্য দেখা দেয়। ঘটনার দিন অর্থাৎ মঙ্গলবার সকালে সাবিনার সাথে ঝগড়ার একপর্যায়ে তার মা ক্ষুদ্ধ হয়ে বসতঘরের পার্শ্ববর্তী ধানক্ষেতে গিয়ে তিন বছর বয়সী কন্যাশিশু মিতুর মুখে বিষ ঢেলে দিয়ে নিজেও পান করে নেন।পরবর্তীতে প্রতিবেশিরা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আবদুল মান্নান বলেন, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। তদন্ত চলমান এবং পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।