ইউজিসির সামনে মেরিটাইম শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক: পূর্বের ঘোষণা অনুযায়ী, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আজ ১৪ জানুয়ারি ইউজিসির (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছে। বেলা ১২টা থেকে শিক্ষার্থীরা ইউজিসির প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে তাদের দাবিগুলোর পক্ষে স্লোগান দিচ্ছে এবং বিক্ষোভ করছে।শিক্ষার্থীরা নাম পরিবর্তন, সেমিস্টার ফি হ্রাস এবং স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে এই কর্মসূচি পালন করছে। তারা প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে ইউজিসির সামনে অবস্থান নিয়েছে।এর আগে, সকালে শিক্ষার্থীরা মিরপুর ১২ এর অস্থায়ী ক্যাম্পাস থেকে ইউজিসির উদ্দেশ্যে লং মার্চ শুরু করে। ক্যাম্পাসের প্রধান ফটকে তালা লাগিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করে এবং পরে ইউজিসির দিকে যাত্রা করে।উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠিত মেরিটাইম ইউনিভার্সিটি দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনও স্থায়ী ক্যাম্পাস পায়নি। এছাড়া, উচ্চ সেমিস্টার ফি এবং অন্যান্য প্রশাসনিক সমস্যা নিয়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। এই আন্দোলনের ধারাবাহিকতায় আজ তারা ইউজিসির সামনে অবস্থান কর্মসূচি পালন করছে।এই প্রতিবেদন লেখা পর্যন্ত (সাড়ে ১২টা ) শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলছে। পরিস্থিতি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নাম পরিবর্তন, সেমিস্টার ফি হ্রাস এবং স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) অভিমুখে লং মার্চ কর্মসূচি শুরু করেছে।