• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সন্ধ্যা ০৭:১২:৫৭ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সন্ধ্যা ০৭:১২:৫৭ (20-May-2024)
  • - ৩৩° সে:

খানসামায় সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: বিপুল উৎসাহ-উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দিনাজপুরের খানসামায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে।১৮ সেপ্টেম্বর সোমবার উপজেলার পূর্ব বাসুলী বটতলা বাজারের কালী মন্দিরের সর্বজনীনভাবে সৃষ্টিশীল দেবতা ও স্বর্গের নির্মাতা বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়।বিশ্বকর্মা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু যোগেন্দ্র নাথ রায় বলেন, ভক্তদের বিশ্বাস মতে তিনি বিশ্বের সকল কর্মের সম্পাদক। তিনি শিল্পসমূহের প্রকাশক, অলংকার শিল্পের স্রষ্টা, তাই ভক্তরা তার কৃপা লাভের আশায় প্রার্থনা করেছেন।পূর্ব বাসুলী বটতলা কালী মন্দির কমিটির আয়োজনে বিশ্বকর্মা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী যুক্ত বাবু বিলাস চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী (লায়ন)। এ সময় আরও উপস্থিত ছিলেন আলোকঝাড়ি ইউপির চেয়ারম্যান খলিলুর রহমান, খানসামা টেকনিক্যাল ও ম্যানেজমেন্ট কলেজের প্রিন্সিপাল অ স ম গোলাম কিবরিয়া (জেহাদ), বাংলাদেশ ছাত্রলীগ খানসামা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাকেশ গুহ, প্রচার সম্পাদক সুশান্ত মহন্ত, ইপি সদস্য দুলাল আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোকছেদার রহমান প্রমুখ।