ক্যাপস্টোন লিডারশিপ কোর্সে বিশেষ স্বীকৃতি পেলেন আতিকুর রহমান
স্টাফ রিপোর্টার: ক্যাপস্টোন লিডারশিপ কোর্সে বিশেষ স্বীকৃতি পেলেন বিসিএস চেম্বার অব কেমিক্যাল অ্যান্ড মেশিনারি ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিসিএমইএ) সভাপতি এবং আটাবের যুগ্ম মহাসচিব আতিকুর রহমান।৩১ জুলাই বৃহস্পতিবার আতিকুর রহমান ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-এ আয়োজনে ক্যাপস্টোন লিডারশিপ কোর্স ২০২৫ সফলভাবে সম্পন্ন করেছেন এবং এতে তিনি বিশেষ স্বীকৃতি লাভ করেন।গত ১৩ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত রাজধানীর মিরপুর সেনানিবাসে অবস্থিত এনডিসি-তে এ প্রশিক্ষণ এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।৩১ জুলাই বৃহস্পতিবার সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হয়।তিন সপ্তাহব্যাপী এই মর্যাদাপূর্ণ কোর্সে অংশ নেন বাংলাদেশ সেনাবাহিনীসহ বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় কর্মকর্তা, নীতিনির্ধারক, কূটনীতিক, শিক্ষাবিদ, ব্যবসায়ী প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিত্বরা।স্ট্র্যাটেজিক লিডারশিপ প্রোগ্রামটির মূল লক্ষ্য ছিল অংশগ্রহণকারীদের জাতীয় নিরাপত্তা, কৌশলগত পরিকল্পনা এবং বহুপাক্ষিক সহযোগিতা বিষয়ে গভীর অন্তর্দৃষ্টি দেওয়া। কোর্সটিতে কেস স্টাডি, সিমুলেশন অনুশীলন এবং যৌথ বিশ্লেষণমূলক কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিসির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।প্রধান অতিথি অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, পরিবর্তনশীল ভূরাজনীতি, জলবায়ু দুর্যোগ ও উদীয়মান জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলায় অন্তর্ভুক্তিমূলক ও সংস্কারমুখী নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে এই কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।বেসরকারি খাতের একজন সফল উদ্যোক্তা হিসেবে আতিকুর রহমান এ অংশগ্রহণ তার দূরদর্শী কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং বাংলাদেশের জাতীয় উন্নয়নের প্রতি তার প্রতিশ্রুতিকে দৃঢ়ভাবে তুলে ধরে।