• ঢাকা
  • |
  • সোমবার ২২শে পৌষ ১৪৩২ সকাল ০৯:৫২:০৪ (05-Jan-2026)
  • - ৩৩° সে:
আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখায় সম্মাননা পেলেন মো. রবিউল ইসলাম

আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখায় সম্মাননা পেলেন মো. রবিউল ইসলাম

নিজস্ব প্রতিবেদক : আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ এর নিকট হতে সম্মাননা স্মারক গ্রহণ করেছেন দিশার সুযোগ্য নির্বাহী পরিচালক জনাব মো. রবিউল ইসলাম।৩ জানুয়ারি শনিবার জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উপলক্ষ্যে ঢাকার সমাজসেবা অধিদপ্তরের মধুমতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।এ সময় সমাজসেবা অধিদপ্তর এর মহাপরিচালক মো. সাইদুর রহমান খানসহ সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।