• ঢাকা
  • |
  • বুধবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২ রাত ০৩:১৮:৫৩ (21-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২ রাত ০৩:১৮:৫৩ (21-May-2025)
  • - ৩৩° সে:

ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ আশুগঞ্জ থানার ওসির

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বিল্লাল হোসেন সম্প্রতি একটি জাতীয় দৈনিকের অনলাইন পোর্টালে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।গত ১২ মে ২০২৫ ইং তারিখে উক্ত পোর্টালে "আশুগঞ্জের ওসির নেতৃত্বে মাদক ব্যবসার অভিযোগ" শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন ওসি বিল্লাল হোসেন।তিনি এক বিবৃতিতে জানান, "আমি একজন পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে ৪ অক্টোবর ২০২৫ তারিখে আশুগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পর থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। আমার নেতৃত্বে থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, অবৈধ মালামাল জব্দ, দাগী অপরাধীদের গ্রেফতার এবং চারটি ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটনসহ বিভিন্ন অপরাধ দমনে সফলতা এসেছে। এরই স্বীকৃতিস্বরূপ আমি ২০২৫ সালের পুলিশ সপ্তাহে ‘আইজিপি ব্যাজ’ সম্মাননায় ভূষিত হই।"তিনি আরও জানান, একটি কুচক্রী মহল তার কাছে অবৈধ সুবিধা না পেয়ে দীর্ঘদিন ধরে তাকে হয়রানি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই প্রেক্ষিতেই তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে।ওসি বিল্লাল হোসেন বলেন, "সত্যনিষ্ঠভাবে দায়িত্ব পালনের পরও যদি পুলিশের বিরুদ্ধে এভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়, তাহলে মাঠ পর্যায়ের কর্মকর্তারা নিরুৎসাহিত হয়ে পড়বেন। আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট পত্রিকাকে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানাচ্ছি।