• ঢাকা
  • |
  • বুধবার ১লা জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১০:৩০:৫৯ (15-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১লা জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১০:৩০:৫৯ (15-May-2024)
  • - ৩৩° সে:

বিজয়ের এতো উচ্ছ্বাস আগে কখনও দেখেনি মুরাদনগরবাসী

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সরকারের বিজয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছে মুরাদনগরবাসী। বিগত বছরের নির্বাচনগুলিতে মুরাদনগরবাসীর বিজয় উৎসব দেখলেও এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয় উৎসব ছিল ব্যতিক্রম।৯ জানুয়ারি মঙ্গলবার সকাল হতে কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৯নং দারোরা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিজয় র‍্যালির আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর শীতের তীব্রতা উপেক্ষা করে কাজিয়াতল রহিম রহমান মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠের বিজয় কনসার্টে মানুষের ঢল নামে।বিভিন্ন স্লোগান নিয়ে বিজয় মিছিল নিয়ে সর্বস্তরের মানুষের এমন ঢল যেমন আগে কখনও দেখেনি, তেমনি দেখেনি জয় বাংলা মিছিলের কম্পনও।এ সময় মিছিলে উপস্থিত ছিলেন, দারোরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মুরাদনগর উপজেলা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির সভাপতি সাংবাদিক শরিফুল আলম চৌধুরী, আওয়ামী লীগ নেতা জামিউড় ইসলাম চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান মানিক প্রমুখ।বিজয় মিছিলে নেতারা বলেন, একাত্তরে যেভাবে শেখ মুজিবের ডাকে তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, এখন শেখ হাসিনার ডাকেও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মৌলবাদমুক্ত দেশ গড়ার জন্য যেকোনো যুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন।