পিকাবুতে বিজয় দিবসের বিশেষ ক্যাম্পেইন, থাকছে অসাধারণ অফার ও ছাড় !
নিজস্ব প্রতিবেদক : পিকাবু বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম, যেখানে অথেনটিক গ্যাজেট, ইলেকট্রনিকস ও লাইফস্টাইল পণ্য পাওয়া যায়। অরিজিনাল প্রোডাক্ট, দ্রুত ডেলিভারি এবং গ্রাহকের সুবিধা দেয়া সবসময় পিকাবুর প্রাধান্য। বছরের পর বছর ধরে, গ্রাহকদের জন্য শপিং অভিজ্ঞতাকে সহজ, দ্রুত এবং আনন্দদায়ক করতে পিকাবু বিভিন্ন বড় ক্যাম্পেইন করে আসছে।১১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পিকাবুর ৫৫তম বিজয় দিবসের বিশেষ ক্যাম্পেইন।বিজয় দিবস দেশের জন্য গৌরব ও ঐক্যের দিন, তাই অনলাইন শপিং আরও সহজ করতে গ্রাহকদের জন্য পিকাবু নিয়ে আসছে বিশেষ ছাড় সব ক্যাটাগরিতে।বিজয় দিবস ক্যাম্পেইন পিকাবুর অন্যতম বিশেষ একটি ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে থাকছে ৫৫ টাকার অফার, ১৬ টাকা ডেলিভারি এবং ফ্রি ডেলিভারি ।কিন্তু বিশেষ সুবিধা এখানেই শেষ নয়, প্রতিটি পণ্যের সঙ্গে রয়েছে অফিসিওয়াল ওয়ারেন্টি, মাণ নিয়ন্ত্রন, ইএমআই সুবিধা, ঝামেলা মুক্ত রিটার্ন ও রিপ্লেসমেন্ট। পাশাপাশি, পিকাবুর ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট টিম সব সময় প্রস্তুত, যা শপিংকে করে তোলে দ্রুত, নির্ভরযোগ্য এবং নিশ্চিন্ত।গ্রাহকরা আমাদের মেগা ইভেন্টের জন্য সবসময় উৎসাহের সঙ্গে অপেক্ষা করেন এবং প্রতি বছর তারা বিপুল চাহিদার মাধ্যমে সাড়া দেন- জানান মোহাম্মদ ওয়াহীদুজ্জামান, সিনিয়র ম্যানেজার, Pickaboo.com।বিজয় দিবস ক্যাম্পেইনের জন্য আমরা প্রস্তুত একটি বিশেষ শপিং অভিজ্ঞতা দেওয়ার, যা গ্রাহকরা মনে রাখবেন।বিজয় দিবস ক্যাম্পেইন শুরু হবে সন্ধ্যা ৬টায়। আপনার উইশলিস্ট তৈরি করুন এবং পিকাবুর বিশেষ অফারের সঙ্গে বিজয় দিবস উদযাপন করুন।