লালমনিরহাট সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সীমান্তে বাংলাদেশিকে গুলি ও নির্যাতনে হত্যার তিন দিনের মাথায় আরেক বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয়দের বিরুদ্ধে।১৮ এপ্রিল শুক্রবার দুপুরে জেলার পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের জমগ্রাম ডাঙ্গার পার এলাকায় ৮০১ নং মেইন পিলারের ১০/১১ সাব পিলারের মাঝামাঝি এ ঘটনা ঘটে। আজিনুর রহমান (২০) পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জম গ্রামের টাঙাটারি এলাকার নুর হোসেনের ছেলে।স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজনের দাবি, জমগ্রাম ডাঙ্গাপাড়া সীমান্তে থাকা নিজেদের জমি থেকে গরুর জন্য ভুট্টা গাছের পাতা সংগ্রহকালে বেশ কয়েকজন ভারতীয় নাগরিক এসে আজিনুরকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে। পরে তাকে তুলে দেওয়া হয় বিএসএফর হাতে। তবে বিজিবির দাবি, অন্য কোনো উদ্দেশ্যে ভারতীয় সীমান্তে প্রবেশ করায় ওই বাংলাদেশিকে আটক করে বিএসএফের হাতে তুলে দেয় ভারতীয়রা।বিএসএফ এর হেফাজতে আজিনুর রয়েছে বলে নিশ্চিত করে ৫১ বিজিবির অধীন ডাংগাটারী ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার হাবিবুর রহমান জানান, ওই যুবককে ফেরত চেয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।এর আগে গত বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে হাসিবুল ইসলাম নামের এক বাংলাদেশিকে গুলি ও নির্যাতনে হত্যা করে ভারতীয় বিএসএফ। শুক্রবার রাতে তার লাশ ফেরত দেয়া হয়।