• ঢাকা
  • |
  • শনিবার ১১ই মাঘ ১৪৩১ ভোর ০৫:৩০:০০ (25-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১১ই মাঘ ১৪৩১ ভোর ০৫:৩০:০০ (25-Jan-2025)
  • - ৩৩° সে:

বিশম্ভরপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের বিশম্ভরপুর সীমান্তে গুলিবিদ্ধ হয়ে সাইদুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক একেএম জাকারিয়া কাদির।৮ জানুয়ারি বুধবার সন্ধ্যার দিকে বিশম্ভরপুর উপজেলার মাছিমপুর বিওপি সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম উপজেলার গামাইতলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ান বিজিবি সূত্রে জানা যায়, ভারতের অভ্যন্তরে গামারীতলা নামক স্থানে বাংলাদেশি যুবক সুপারি নিয়ে চোরাকারবারের উদ্দেশ্যে প্রবেশ করে। এসময় বিএসএফ চোরাকারবারিকে লক্ষ্য করে ফায়ার করলে তার পেটে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে পালিয়ে এসে স্থানীয় লোকজনের সাহায্য নিয়ে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থা মৃত্যু হয় তার।এ বিষয়ে সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, এলাকায় টহল তৎপরতা জোরদারসহ গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিএসএফকে ব্যাটালিয়ন পর্যায়ে প্রতিবাদলিপি প্রেরণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন। এব্যাপারে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।