সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চিকুনগুনিয়া ও জ্বরে আক্রান্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরীর দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে ফটিকছড়ি প্রেসক্লাব।২ আগস্ট শনিবার রাত ৮টায় উপজেলা পরিষদের জহুরুল হক হলে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের স্থায়ী সদস্য এম জুনায়েদ।এ সময় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস এম মোরশেদ মুন্না, সাধারণ সম্পাদক আবু এখলাছ ঝিনুক, সাবেক সম্পাদক রফিকুল আলম চৌধুরী সহ-সভাপতি এমরান হোসেন, যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন, অর্থ সম্পাদক আলমগীর নিশানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।