• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:১৮:০২ (13-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:১৮:০২ (13-May-2024)
  • - ৩৩° সে:

বায়তুল মোকাররমে ঈদের জামাতের সময়সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের ঈদুল ফিতরে বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি নামাজের জামাত অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রথম জামাতটি শুরু হবে সকাল ৭টায়।২৫ মার্চ সোমবার ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক ঈদের জামাতের সময়সূচির বিষয়টি নিশ্চিত করেছেন।এরপর ঈদের দ্বিতীয় জামাত শুরু হবে সকাল ৮টায়, তৃতীয় জামাতটি হবে যথাক্রমে সকাল ৯টায়। অপরদিকে চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায় এবং সবশেষ জামাত বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে।সূত্র জানায়, ৫টি জামাতের ইমামতি কে কে করবেন, তা ইসলামিক ফাউন্ডেশন ঠিক করবে। এ ছাড়া ৫টি জামাতের ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে কে দায়িত্ব পালন করবেন, তাও ঠিক করা হবে।ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, প্রতি বছরের মতো এবারও ঈদের প্রধান জামাত রাজধানীর জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে ঈদ হতে পারে ১০ বা ১১ এপ্রিল। শবে কদর, পহেলা বৈশাখ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে অন্যান্য বছরের চেয়ে এবার ঈদে বেশ কয়েকদিন বেশি ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা।