• ঢাকা
  • |
  • সোমবার ২৮শে পৌষ ১৪৩২ রাত ০৩:১১:০৬ (12-Jan-2026)
  • - ৩৩° সে:
মোবাইল না দেয়ায় বাবার সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

মোবাইল না দেয়ায় বাবার সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

​গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বাবার কাছে মোবাইল ফোন চেয়ে না পেয়ে অভিমান করে মহনা (১১) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। ১১ জানুয়ারি রোববার সকালে উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের নগর হাওনা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।​নিহত মহনা নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার মহিউদ্দিন ড্রাইভারের মেয়ে। তারা নগর হাওনা গ্রামের মনু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে মহনা তার বাবার কাছে মোবাইল ফোন চেয়েছিল। বাবা মহিউদ্দিন মোবাইল না দিয়ে মেয়েকে পিঠা তৈরির জন্য চাল ভাঙাতে দোকানে যেতে বলেন। এতে মহনা অভিমান করে ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস দেয় সে।​নিহতের বাবা মহিউদ্দিন বিলাপ করতে করতে বলেন, ‘সকালে মেয়েটা আমার কাছে মোবাইল চেয়েছিল। আমি তাকে চাল ভাঙাতে যেতে বলায় সে বলেছিল মোবাইল না দিলে আত্মহত্যা করবে। কিন্তু সে যে সত্যি সত্যি এমন কাজ করে ফেলবে, তা আমি কল্পনাও করতে পারিনি।’মাত্র ১১ বছর বয়সী একটি শিশুর এমন তুচ্ছ কারণে আত্মহত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয়রা ওই বাড়িতে ভিড় করছেন।