• ঢাকা
  • |
  • রবিবার ২রা অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৪:০০:০৪ (16-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

শ্রীপুরে তুচ্ছ ঘটনায় ছেলের হাতে নির্যাতিত বাবা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বাবার ওপর দুই ছেলের নির্মম নির্যাতনের ঘটনা ঘটে।স্থানীয়দের অভিযোগ, ওই এলাকার বাসিন্দা হাসমত আলী দীর্ঘদিন ধরেই তার দুই ছেলে সিদ্দিকুর রহমান এবং নূর মোহাম্মদের দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন।স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিনও একটি তুচ্ছ বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। ছেলেদের একজন তার বাবাকে প্রশ্ন করেন ‘মসজিদ বড় না, আমি বড়?’। এ প্রশ্নের উত্তরে হাসমত আলী বলেন, ‘মসজিদ বড়।’ এতেই ক্ষিপ্ত হয়ে ছেলে বাবার ওপর হামলে পড়ে এবং বেধড়ক মারধর শুরু করে। একপর্যায়ে অপর ছেলে নূর মোহাম্মদও সেখানে যোগ দেয়।এ ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় নিন্দার ঝড় উঠে। সাধারণ মানুষ থেকে সমাজের সুশীল মহল সকলে এই ঘটনাকে মানবিক মূল্যবোধ ও সামাজিক শৃঙ্খলার চরম লঙ্ঘন বলে মন্তব্য করছেন। তারা বৃদ্ধ হাসমত আলীর নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্ত দুই ছেলের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারীক জানান, তারা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছেন। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।