দৌলতখানে নৌবাহিনীর অভিযানে ৩ হাজার মিটার অবৈধ জাল জব্দ
দৌলতখান (ভোলা)প্রতিনিধি: ভোলার দৌলতখানে নৌবাহিনীর অভিযানে ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে দৌলতখানের চৌকিঘাট এলাকায় নৌবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব অবৈধ কারেন্ট জাল জব্দ করে। পরে জব্দকৃত জাল মেঘনার পাড়ে ভস্মীভূত করা হয়।এসময় দৌলতখান থানার সাব ইন্সপেক্টর জিয়াউল আহসান ও উপজেলা মৎস্য অফিসের ফিল্ড অফিসার জীবন কৃষ্ণ দাস প্রমূখ উপস্থিত ছিলেন ।