• ঢাকা
  • |
  • রবিবার ২১শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৫:০৯:০৫ (04-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২১শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৫:০৯:০৫ (04-May-2025)
  • - ৩৩° সে:

ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক: আগস্টে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে সাম্প্রতিক গুঞ্জনের পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। তিনি জানিয়েছেন, এ পর্যন্ত ভারতীয় বোর্ডের পক্ষ থেকে সফর বাতিল বা স্থগিতের কোনো আনুষ্ঠানিক বার্তা আসেনি।বছরের মাঝামাঝি সময়ে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতের। সফরের সূচিও ইতোমধ্যে চূড়ান্ত করেছে বিসিবি। তবে টাইমস অব ইন্ডিয়া সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করে, দুই দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারত সফরটি বাতিল হতে পারে।বিষয়টি নিয়ে শনিবার গণমাধ্যমকে ফারুক বলেন, ‘আমি একটা পত্রিকায় খবরটা দেখেছি। তবে ভারতের পক্ষ থেকে আমাদের এখনো কিছু জানানো হয়নি। তারা সফর নিশ্চিত করেছে এবং সফরসূচিও তৈরি হয়ে গেছে। এখন পর্যন্ত এমন কিছু শুনিনি যে, সফরটি হচ্ছে না।’তিনি আরও জানান, ভারতের ক্রিকেট প্রশাসনের শীর্ষ পর্যায়ে এ নিয়ে কথাও বলেছেন তিনি। ‘দুইবার আইসিসির বৈঠকে গিয়ে জয় শাহর সঙ্গে কথা বলেছি। প্রথমবার ও বিসিসিআই সেক্রেটারি ছিল, দ্বিতীয়বার আইসিসি চেয়ারম্যান হয়ে গেছে। দুবারই তাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি সফরটি নিশ্চিত করার জন্য। এরপর নতুন সেক্রেটারি দেবজিত সাইকিয়ার সঙ্গেও আলোচনা হয়েছে। তিনিও সফর বিষয়ে ইতিবাচক ছিলেন,’ বলেন বিসিবি সভাপতি।সূচি অনুযায়ী, ১৩ আগস্ট ভারতীয় দল ঢাকায় পা রাখার কথা। ১৭ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। ম্যাচগুলোর মধ্যে কিছু চট্টগ্রামেও অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।সবকিছু ঠিক থাকলে দুই প্রতিবেশী দেশের এই বহুল প্রতীক্ষিত দ্বিপাক্ষিক সিরিজ নির্ধারিত সময়েই মাঠে গড়ানোর কথা রয়েছে।