• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই পৌষ ১৪৩২ রাত ১১:২৩:৩১ (19-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের যুবাদের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। দুবাইয়ের দ্য সেভেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে স্বল্প পুঁজি নিয়ে লড়াইয়ে টিকতে পারেনি আজিজুল হাকিম তামিমের দল।ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ২৭ ওভারে মাত্র ১২১ রানে অলআউট হয়ে যায়। প্রথম ইনিংস শেষ হওয়ার আগেই একপ্রকার ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। ছোট এই লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ৬৩ বল হাতে রেখেই ৮ উইকেটের দাপুটে জয় তুলে নেয়।১২২ রানের লক্ষ্য পাকিস্তান পেরিয়ে যায় সহজেই। দলের হয়ে সামির মিনহাজ ৬৯ রান করেন। এছাড়া উসমান খান ২৭ ও আহমেদ হুসাইন ১১ রান যোগ করেন। বাংলাদেশের পক্ষে ইকবাল হোসেন ইমন ও সামিউন বশির একটি করে উইকেট শিকার করেন।বাংলাদেশের ব্যাটিং ইনিংসে একমাত্র উজ্জ্বলতা ছিলেন ৮ নম্বরে নামা সামিউন বশির। শেষ ব্যাটার হিসেবে রানআউট হওয়ার আগে তিনি ৩৭ বলে একটি চার ও একটি ছক্কায় ৩৩ রান করেন, যা ছিল বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। অধিনায়ক আজিজুল হাকিম তামিম করেন ২০ রান, তবে তিনিও ১৩ ওভারের মধ্যেই আউট হয়ে যান।শুরুর দিকেই বাংলাদেশকে চাপে ফেলে পাকিস্তান। ৬৫ রানেই ৫ উইকেট হারায় দলটি। ওপেনার জাওয়াদ আবরার ৯ ও রিফাত বেগ ১৪ রান করে দ্রুত ফিরে যান। এরপর ওয়ানডাউনে নামা তামিম কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। সামিউন বশির ছাড়া বাকি কোনো ব্যাটারই দুই অঙ্কের রান করতে পারেননি।এই জয়ের মাধ্যমে পাকিস্তান ২১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ফাইনালে ভারতের মুখোমুখি হবে। অপর সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত।