• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই আশ্বিন ১৪৩২ সকাল ০৮:৪৯:০৯ (01-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

সাতক্ষীরা সীমান্তে ১০ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ

সাতক্ষীরা প্রতিনিধি: নারী শিশুসহ ভারতে আটক ১০ বাংলাদেশি নাগরিককে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।২৪ সেপ্টেম্বর বুধবার রাত ৯টার দিকে তাদের সাতক্ষীরা থানায় হস্তান্তর করে বিজিবি।আটক এসব বাংলাদেশি নাগরিকরা সাতক্ষীরা, খুলনা ও গাইবান্ধা জেলার বাসিন্দা।বিজিবি জানিয়েছে, ভারতের হাকিমপুর চেকপোস্টে এসব বাংলাদেশি নাগরিকদের আটক করা হয়। বুধবার সন্ধ্যার পর বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও সাতক্ষীরার তলুইগাছা বিওপি কমান্ডার আবুল কাশেমের মধ্যস্থতায় পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশিদের বিজিবির নিকট হস্তান্তর করে বিএসএফ।সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, পরিচয় যাচাই-বাছাই করে এসব নাগরিকদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।