দেশে একটা দক্ষ ও সৎ জাতীয়তাবাদী সরকার দরকার: বরকত উল্যাহ বুলু
নোয়াখালী প্রতিনিধি: দেশের উন্নয়নের স্বার্থে একটি দক্ষ ও সৎ জাতীয়তাবাদী সরকার দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্যাহ বুলু।১২ অক্টোবর রোববার সন্ধ্যায় নোয়াখালী চৌমুহনী পৌর বিএনপির সাত নং ওয়ার্ড কিসমত করিমপুর ব্যাপীরির বাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক ও লিফলেট বিতরণকালে প্রধান অতিথি হিসেবে তিনি এইসব কথা বলেন।তিনি আরও বলেন, গত ১০ বছর ফ্যাসিস্ট হাসিনা বেগম জিয়াকে অন্যায়ভাবে অত্যাচার করেছে। কিন্তু তিনি কারো সাথে আপোস করেন নাই। তিনি বলতেন, বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই।অনুষ্ঠানে পৌর বিএনপির আহবায়ক জহির উদ্দিন হারুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাখী, উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, পৌর সদস্য সচিব মোহাম্মদ মহসিন আলম, আহসান উল্যাহ, উপজেলা যুবদলের আহবায়ক রুস্তম আলী প্রমুখ।