• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১০:৩৬:৩০ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১০:৩৬:৩০ (20-May-2024)
  • - ৩৩° সে:

ভালুকায় বন দখল করে ভবন নির্মাণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ছোট কাশর এলাকায়  ঘটনাটি ঘটেছে।২৪ জানুয়ারি বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ছোট কাশর গ্রামের ছামছুল ডাক্তার নামের এক ব্যক্তি কাশর মৌজার ৩৫০নং দাগের ৮ শতক বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণ করছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয়রা বলেন, কাশর মৌজার ৩৫০নং দাগে যৌথ জরিপের মাধ্যমে ডিমারগেশন করে রেকর্ডিয় ভূমি আর বনভূমি আলাদা করা হলেও ছামছুল ডাক্তারের ৮ শতক জায়গা বনভূমিতেই পরেছে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, স্থানীয় বন-বিভাগ মোটা অঙ্কের টাকার বিনিময়ে সংরক্ষিত বনভূমিতে বহুতল ভবন নির্মাণে কোন প্রকার বাধা দেয়নি এবং আইনগত কোন ব্যবস্থাও গ্রহণ করে নাই।এ বিষয়ে হবিরবাড়ী বিট কর্মকর্তা আশরাফুল আলমকে ফোন করা হলে তিনি বলেন, ছামছুল ডাক্তারের কাজ বন্ধ করা হয়েছে। পরে কাজ চলমান থাকার কথা তাকে জানালে ব্যবস্থা নিবেন বলে জানান ভালুকা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা হারুন উর রশিদ।