হুমকির মুখে চমুরহাট বাজার, শতবর্ষী বটগাছ নিয়ে আতঙ্কে এলাকাবাসী
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ির চমুরহাট বাজার এখন চরম ঝুঁকির মুখে। বাজারের দক্ষিণ-পশ্চিম পার্শ্বে অবস্থিত শতবর্ষী একটি বটগাছ যেকোনো মুহূর্তে ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করেছে।স্থানীয়রা জানিয়েছেন, বটগাছটির গোড়া দিনদিন খালের দিকে ঢলে পড়ছে। বর্তমানে এটি পুরোপুরি ধুরুং খালের গর্ভে উপড়ে পড়ার মুখে। যদি গাছটি পড়ে যায়, তবে বাজারের মধ্যদিয়ে যাওয়া প্রধান চলাচলের রাস্তাটিও খালের ভেতরে ধসে পড়বে। এতে করে চমুরহাট বাজার কার্যত অচল হয়ে পড়বে বলে মনে করছেন ব্যবসায়ী ও পথচারীরা।দুঃখজনক ভাবে, গাছটির দক্ষিণ পাশে থাকা একটি দোকান ইতোমধ্যেই ধসে পড়েছে। ভাগ্যক্রমে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে এতে জনমনে আতঙ্ক আরও বেড়ে গেছে।বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে এই সমস্যা চলে আসছে, কিন্তু এখন পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। গাছটি কাটার বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় সবাই এখন বড় ধরনের বিপদের আশঙ্কায় দিন কাটাচ্ছেন।এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে যথাশীঘ্র ব্যবস্থা গ্রহণ করে বটগাছটি অপসারণ করতে হবে এবং রাস্তা ও বাজার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তা না হলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সামাজিক ও অবকাঠামোগত বিপর্যয় এড়াতে এখনই প্রয়োজন কার্যকর পদক্ষেপ।