• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ০২:৩৬:২৮ (01-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ০২:৩৬:২৮ (01-May-2025)
  • - ৩৩° সে:

পঞ্চগড়ের দুটি আসনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত

পঞ্চগড় প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশেব্যাপী সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। তারই ধারাবাহিকতায় পঞ্চগড়ের দুটি সংসদীয় আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি।জামায়াতে ইসলামির সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেতুলিয়া, আটোয়ারী) আসনে পঞ্চগড় জেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ইকবাল হোসেন এবং পঞ্চগড়-২ (দেবীগঞ্জ ও বোদা) আসনে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বোদা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. সফিউল্লাহ সুফির নাম ঘোষণা করা হয়েছে।৫ ফেব্রুয়ারি বুধবার রাতে পঞ্চগড় জেলা জামায়াতের কার্যালয়ে এক জরুরি বৈঠকে আনুষ্ঠানিকভাবে দুটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।এদিকে, আসন দুটিতে প্রার্থী ঘোষণার পর থেকে তৃণমূলের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে অভিনন্দন জানাচ্ছে অনেকে।