বিএনপি প্রার্থী কাজী রফিকুলের প্রার্থিতা বৈধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) সংসদীয় এলাকার বিএনপি মনোনীত এবং বৈধ ঘোষিত প্রার্থী কাজী রফিকুল ইসলাম-এর মনোনয়ন বাতিল চেয়ে হাইকোর্টে দায়েরকৃত রিট খারিজ করেছেন আদালত।১১ জানুয়ারি রোববার হাইকোর্টের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে রিটটি খারিজ করে দেন। এতে করে আসন্ন নির্বাচনে প্রার্থী হতে তার আর কোনো বাধা নেই।জানা গেছে, দুটি বেসরকারি ব্যাংকের ঋণের বিষয়ে উচ্চ আদালত থেকে স্টে অর্ডার নিয়েছিলেন কাজী রফিকুল ইসলাম। তবে, গত ৮ জানুয়ারি বৃহস্পতিবার এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ ওই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করলে আদালত কাজী রফিকের পক্ষে দেওয়া আগের আদেশ স্থগিত করেন।রোববার সকালে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে সেই স্থগিতাদেশ খারিজ করে দেন। এতে করে বগুড়া-১ আসনের বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলামের নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা রইল না।এদিকে এই খবরের পর এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ উল্লাস দেখা গেছে।এর আগে গত বছরের ৩ নভেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছিলেন সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।পরে গত ২৮ ডিসেম্বর সারিয়াকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার মিজ সুমাইয়া ফেরদৌস-এর নিকট মনোনয়নপত্র দাখিল করেন সাবেক এমপি কাজী রফিকুল।