• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৯:৩০ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৯:৩০ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

নরসিংদীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাজেদুল হক প্রান্ত, নরসিংদী: নরসিংদীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।২১ এপ্রিল সোমবার সকালে নরসিংদী জেলা প্রশাসনের কালেক্টরে মাঠে এ প্রতিযোগিতা হয়।জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিরঞ্জন কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোর্শেদ শাহরিয়ার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোতাহার বিল্লাহ, শরীফ রফিকুল ইসলাম,সদর উপজেলা প্রাথমিক শিক্ষা  অফিসার রহুল সগীর,রায়পুরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সোহরাফ হোসেনসহ জেলার সকল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।জেলার ৬ উপজেলার থেকে আগত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা খেলায় বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করেন। পরে বিজয়দের মাঝে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী পুরস্কার বিতরণ করেন।