• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০২:০৯:০৩ (21-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০২:০৯:০৩ (21-May-2024)
  • - ৩৩° সে:

বৈশাখী উৎসবে দিনভর মাতলো প্রশিকা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে নানা আয়োজনের মধ্য দিয়ে নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।১৪ এপ্রিল রোববার দিনব্যাপী জেলার সদর উপজেলার ধানকোড়া ইউনিয়নের কৈট্টা এলাকায় প্রশিকার মানব উন্নয়ন কেন্দ্রে মিতালি সংসদের আয়োজনে এ উৎসব পালন করা হয়।সকালে পান্তা-ইলিশ খাওয়ার মধ্য দিয়ে আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর আলোচনা সভা, নাচ-গান, আবৃত্তিসহ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরের খাওয়ার পর প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে উৎসবের ইতি টানা হয়।এসব আয়োজন থেকে পুরোনো দুঃখ-গ্লানি পেছনে ফেলে নতুন বছরে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।উৎসবে সভাপতিত্ব করেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী সিরাজুল ইসলামসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিরাজুল ইসলাম বলেন, গ্রাম বাংলার মাটির উৎসব এই পহেলা বৈশাখ। এই দিন উদযাপনের মধ্য দিয়ে বাঙালির সংস্কৃতির সঙ্গে সবার আরও নিবিড় যোগাযোগ গড়ে ওঠে। বছর জুড়ে যেন বাঙালিয়ানাকে আরও নিবিড়ভাবে লালন করতে পারি, সেই প্রতিশ্রুতি হোক আজকের উৎসবের মূল উদ্দেশ্য।