• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩২ রাত ০১:২৪:২৬ (01-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ভারতের সাথে ১০ বছরের প্রতিরক্ষা কাঠামো চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক:  যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ১০ বছর মেয়াদী একটি প্রতিরক্ষা কাঠামো চুক্তি স্বাক্ষরিত হওয়ার খবর দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ।রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা যায়, আজ ৩১ অক্টোবর শুক্রবার এক এক্স পোস্টে তিনি বলেন, “এই কাঠামো চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুই দেশের মধ্যে সমন্বয়, তথ্য বিনিময় ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার করবে।”ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে এক বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরের খবর দেন হেগসেথ।ভারতীয় সংবাদ মাধ্যমের খবর থেকে জানা যায়, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও মার্কিন প্রতিরক্ষা সচিব হেগসেথ কুয়ালালামপুরে এক ঐতিহাসিক ১০ বছরের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছেন। এই চুক্তি ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত ও নিরাপত্তা সহযোগিতা আরও দৃঢ় করবে। দুই দেশের নেতারা আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের পাশাপাশি এই চুক্তিতে স্বাক্ষর করেন।