• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০১:১৯:০২ (21-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০১:১৯:০২ (21-May-2024)
  • - ৩৩° সে:

বদরগঞ্জে ছিনতাইকারীর হামলায় পুলিশের এসআইসহ আহত ২

রংপুর ব্যুরো: রংপুরের বদরগঞ্জে গভীর রাতে পুলিশের উপর ছিনতাইকারীর হামলায় বদরগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই মেহেদী হাসানসহ ২ জন আহত হয়েছে। ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের বদরগঞ্জ-সৈয়দপুর রোডের কদমতলী নামক স্থানে এ ঘটনা ঘটে।২ ফেব্রুয়ারি শুক্রবার সকালে যোগাযোগ করা হলে রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, বদরগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক এসআই মেহেদী হাসান রাতে বদরগঞ্জ-সৈয়দপুর রোড় হয়ে বদরগঞ্জ থানায় ফেরার সময় উপজেলার দামোদরপুর ইউনিয়নের কদমতলী নামক স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে। এসময় তার সাথে ধস্তাধস্তিতে এসআই মেহেদী হাসানসহ তার সাথে থাকা অপর একজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে বদরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।তবে এ বিষয়ে ঘটনাস্থলের পাশের বাড়ির মোহাম্মদ সেলিম মিয়া ও মুক্তার হোসেন জানান, বৃহস্পতিবার গভীর রাতে বদরগঞ্জ-সৈয়দপুর সড়কের দামোদরপুর ইউনিয়নের কদমতলী ভাটা এলাকায় একদল ডাকাত সড়কে গাছ ফেলে পথচারীদের পথ রোধ করে ছিনতাই ও ডাকাতি করতেছিল। এ সময় সাদা পোশাকে মোটরসাইকেলে বদরগঞ্জ থানার এসআই মেহেদীসহ ২ জন ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত ডাকাত দল তাদের পথ রোধ করে এবং গাছের সাথে বেঁধে রেখে সাথে থাকা মোবাইল ফোন, মোটরসাইকেলসহ যাবতীয় কিছু ছিনিয়ে নেয়। এসআই মেহেদী হাসান ছিনতাইরত ডাকাত দলকে বাধা প্রধান করলে তারা এসআইসহ সাথে থাকা লোককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। ডাকাতদলের কোপে এসআই মেহেদী হাসানসহ বেশ কয়েকজন আহত। পরে তাদের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে ডাকাত দল পুলিশের মোটরসাইকেল ফেলে চলে যায়। আহতদের উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।এ বিষয়ে বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে বদরগঞ্জ থানার ডিউটি অফিসার জানান, এসআই মেহেদী হাসানের উপর হামলার বিষয়টা নিয়ে সবাই উদ্বিগ্ন। এটি নিয়ে কাজ করছে পুলিশ। এ ঘটনা জরিতদের গ্রেফতারে অভিযান চলছে।