ধাওয়া করে চুরি করা চালসহ পিকআপ ভ্যান জব্দ
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ শহরে চাল চুরির ঘটনার পর আড়াই ঘণ্টার ধাওয়ায় চালসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে সদর থানা পুলিশ।২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ২টার দিকে জেলা শহরের খালপাড় এলাকার তনুরত্ন দোকান থেকে চুরি হওয়া ওই পিকআপটি জব্দ করা হয়।সদর থানার ওসি এস এম আমানুল্লাহ জানান, রাতে টহলরত পুলিশ সদস্যরা তনুরত্ন দোকানের সামনে চাল উঠানোর সময় পিকআপ ভ্যানটি দেখে তাকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে চালসহ ভ্যানটি সিঙ্গাইরের দিকে পালিয়ে যায়। বিষয়টি বেতার বার্তায় সিঙ্গাইর থানাসহ আশপাশের ইউনিটকে জানানো হয়।পরে সিঙ্গাইর থানার ধাওয়া খেয়ে পিকআপটি মানিকগঞ্জের দিকে ফেরার চেষ্টা করে। এসময় সদর থানার পুলিশ পিছু ধাওয়া চালায় এবং অন্য একটি টিম জরিনা কলেজ মোড়ে ব্যারিকেড তৈরি করে। সামনে ও পেছনে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক ও সহযোগীরা পালিয়ে যায়। প্রায় আধা ঘণ্টার অভিযান শেষে ভ্যানটি জব্দ করা হয়।পিকআপটিতে ২৫ কেজি ওজনের ১৩৩ বস্তা চাল ছিলো। এ ঘটনায় চোর চক্র শনাক্ত ও গ্রেফতারের অভিযান চলছে বলেও জানান তিনি।