• ঢাকা
  • |
  • রবিবার ১১ই মাঘ ১৪৩২ ভোর ০৫:৪২:১৪ (25-Jan-2026)
  • - ৩৩° সে:
রাঙামাটিতে চোলাই মদ বহনকারী পিকআপসহ আটক ১

রাঙামাটিতে চোলাই মদ বহনকারী পিকআপসহ আটক ১

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির কাউখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে কাউখালী থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় একটি পিকআপ গাড়িসহ একজনকে আটক করা হয়েছে।২৯ ডিসেম্বর সোমবার রাতে রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের দিকনির্দেশনায় কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানাধীন রাবারবাগান ফরেনার্স পুলিশ চেকপোস্টের সামনে পাকা সড়কে একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির ভেতর থেকে ২৬টি সাদা প্লাস্টিকের বস্তায় স্যালাইনের প্যাকেটের আড়ালে লুকানো মোট ৬৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধার মদের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২৫ হাজার টাকা।অভিযানে পিকআপ গাড়িটির চালক অনুপ দত্ত (৩১) কে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তিনি চট্টগ্রামের আনোয়ারা থানার কেয়াগড় এলাকার গকুল দত্তের ছেলে।এ ঘটনায় কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিকে পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।