মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
মেহেরপুর প্রতিনিধি: আলোচনা সভা ও র্যালির মধ্য দিয়ে মেহেরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। ৫ অক্টোবর শনিবার সকালের দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়াতনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবির।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রনি আলম নুর, সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবদুল্লাহ আল আমিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন ও পুলিশ পরিদর্শক আব্দুল আলিম।আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন। জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আখতারুজ্জামানের সঞ্চালনায় শিক্ষকদের কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার এ স্লোগানকে সামনে রেখে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক সোলায়মান আলী, সহকারী শিক্ষক আবু হানিফ প্রমুখ। এর আগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়।জেলা প্রশাসক সিফাত মেহনাজের নেতৃত্বে জেলা প্রশাসন চত্তর থেকে শুরু করে বর্ণাঢ্য আয়োজনে বাদ্যের তালে তালে র্যালিটি মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।এ সময় র্যালিতে অংশগ্রহণ করেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এ কে এম নজরুল কবির, সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবদুল্লাহ আল আমিন, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, (অব.) শিক্ষক খসর ইসলাম, সহকারী অধ্যাপক বশির উদ্দিন, আতিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।