• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৬:৩১:৩৯ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৬:৩১:৩৯ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

কাপ্তাইয়ে উদ্ধার হওয়া ১২টি পান কৌড়ি শেখ রা‌সেল ইকো-পার্কে হস্তান্তর

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটি জেলার কাপ্তাই শিল্প এলাকা থেকে ১২টি পান কৌড়ি উদ্ধার করা হয়েছে। পরে আনুষ্ঠানিকভাবে শেখ রা‌সেল অ্যাভিয়ারী অ্যান্ড ইকো-পার্কে পান কৌড়িগুলো হস্তান্তর করা হয়।১৪ জুন শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপ‌জেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের বিএফআইডি‌সি শিল্প এলাকার স্থানীয় একটি মা‌র্কেটের সাম‌নে থে‌কে এদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পান কৌ‌ড়িদের ইংরেজি নাম হলো- little cormorant। এছাড়া এদের বৈজ্ঞানিক নাম- Phalacrocorax fuscicollis।বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও)  ড. মো. জাহিদুর রহমানেরর নি‌র্দেশনায় কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা  এএসএম ম‌হি উদ্দিন চৌধুরীর সা‌র্বিক তদার‌কি‌তে বন বিভাগের ওয়াচার  মো. জয়নাল আবেদীনের নেতৃ‌ত্বে উদ্ধার অভিযান পরিচালনা করে বনবিভাগ কর্মীরা।আজ শনিবার সকালে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম ম‌হি উ‌দ্দিন চৌধুরীর নেতৃত্বে রাঙ্গুনিয়ায় শেখ রা‌সেল অ্যাভিয়ারী অ্যান্ড ইকো-পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট পান কৌড়িগুলো হস্তান্তর করা হয়। এ সময় কাপ্তাই প্রেসক্লাবের সাবেক সভাপতি কবির হোসেন, বন বিভাগের কর্মীরাসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।