• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৯:৪৫:৫০ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৯:৪৫:৫০ (20-May-2024)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় বিলুপ্তপ্রায় প্রজাতির পাখি বিক্রির দায়ে কারাদন্ড

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিলুপ্তপ্রায় প্রজাতির দেশীয় পাখি বিক্রির অভিযোগে এমরানুল ইসলাম নয়ন (২২) নামে এক তরুণকে ৪ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী তাকে এই দণ্ড দেন।নয়ন রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সৈয়দবাড়ি এলাকার আবদুল জব্বারের ছেলে।সোমবার (১৪ আগস্ট) রাতে একই এলাকা থেকে ২টি ময়না ও ১টি টিয়া পাখিসহ তাকে আটক করা হয়। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন ওয়াইল্ড লাইফের চট্টগ্রাম সদর রেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ ইসমাইল হোসাইন। আদালতকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা-পুলিশ ও বন বিভাগের কর্মীরা।ওয়াইল্ড লাইফের চট্টগ্রাম সদর রেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ ইসমাইল হোসাইন বলেন, ওই তরুণ দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নামে ফেসবুক আইডি খুলে ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় বিলুপ্তপ্রায় প্রজাতির পাখি পাচার ও বিক্রি করছিল। পার্বত্য এলাকার বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি থেকে পাখি ও পাখির বাচ্চার অবৈধ উপায়ে সংগ্রহ করে বিক্রি করছিল সে। তার বাড়িতে অভিযানের সময় পাচারের জন্য রাখা তিনটি পাখি জব্দ করা হয়। কয়েকমাস আগে বাজারে পাখি বিক্রি করার সময় বন বিভাগের কর্মীরা তাকে আর পাখি বিক্রি না করতে সতর্ক করেছিলেন। কিন্তু তারপরও সে পাখি বিক্রি করে আসছিল।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী বলেন, অভিযানে তরুণের ঘরে বিলুপ্তপ্রায় প্রজাতির দেশীয় পাখি পাওয়া যায়। বন্যপ্রাণি সংরক্ষণ আইনে তাকে ৪ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।