• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে কার্তিক ১৪৩২ রাত ১১:১০:১০ (04-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নেপালে তুষারধসে ৭ পর্বতারোহীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-পূর্ব নেপালের ইয়ালুং রি পর্বতের বেস ক্যাম্পের কাছে তুষারধসে অন্তত ৭ জন পর্বতারোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ফরাসি এবং দুইজন নেপালি রয়েছেন। আরও চারজন—দুই ইতালীয়, একজন জার্মান এবং একজন কানাডিয়ান নিখোঁজ রয়েছেন। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট এ তথ্য জানায়।  ৩ নভেম্বর সোমবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে দোলাখা জেলার ইয়ালুং-রির বেজক্যাম্পের কাছাকাছি স্থানে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে ১৫ জনের একটি দল। বরফ ধসের কিছুক্ষণ পর আহত অবস্থায় বেজক্যাম্পে ফিরে যায় ৫ নেপালি গাইড। তাদের কাছে খবর পেয়ে শুরু হয় উদ্ধার তৎপরতা।হেলিকপ্টার নিয়ে চলছে অনুসন্ধান। গত সপ্তাহে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ভারি বৃষ্টি ও তুষারপাত হয়েছে নেপালের হিমালয় সংলগ্ন এলাকায়। গেলো অক্টোবরেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্বতে আটকা পড়েছিল কয়েকশ' অভিযাত্রী।