ফকিরহাটে বীর মুক্তিযোদ্ধা শংকর নাগের পরোলোক গমন
বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার নাগ তারা (৭২) কে গার্ড অব অনার প্রদান করা হয়েছে।১ মে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সোনাখালী নিয়তীর মাঠে তাঁকে গার্ড অব অনার দেয়া হয়। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরদেহে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পুলিশ প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধারা। তিনি উপজেলার সেনাখালী গ্রামের মৃত অমূল্য কুমার নাগের ছেলে।ফকিরহাট মডেল থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় বিউগলে করুন সুর বাজানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সোনাখালী মহা শ্মশানঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।পারিবারিক সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার নাগ বৃহস্পতিবার দুপুরে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এদিন দুপুর দেড়টার দিকে তিনি পরোলোকগমন করেন। তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।গার্ড অব অনার অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন, ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোড়ল নুরমোহম্মদ, শেখ শাহেদুর রহমান জোহা, খান মাহমুদুল হাসান সেলিম, মুস্তাইন বিল্লাহ, রফিকুল ইসলাম ভ‚ইয়া, সুপ্রকাশ পালসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।