• ঢাকা
  • |
  • শনিবার ১২ই মাঘ ১৪৩১ সকাল ০৬:৫১:০৪ (25-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১২ই মাঘ ১৪৩১ সকাল ০৬:৫১:০৪ (25-Jan-2025)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া কিনডার গার্টেন অ্যাসোসিয়েশন পরিচালিত ডা. এস এম কাউসার মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর বুধবার রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা সাড়ে ১২টা পর্যন্ত আড়াই ঘণ্টাব্যাপী পরীক্ষায় রাঙ্গুনিয়া, রাউজান ও কাপ্তাই উপজেলার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে পঞ্চম শ্রেণির ৯ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মেধাবৃত্তির পৃষ্ঠপোষক ডা. এস এম কাউসার, কেন্দ্র প্রধান শিক্ষক এম মিজানুর রহমান, বদি আহম্মদ চৌধুরি, রাঙ্গুনিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সফিউল আজম সিরাজী, সহ সভাপতি নুরুল আবছার, সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম, অর্থ সম্পাদক মুহাম্মদ করিম উদ্দিন হাছান, লোকমান হাকিম, নাজমুল আনোয়ার, মো. মোস্তফা কামাল, ছানোয়ারা বেগম, লেখক ও কলামিস্ট আনোয়ার শাহাদাত হোসেন, প্রধান পরীক্ষক খিজির হায়াত প্রমুখ।আয়োজকরা জানান, গত একযুগ ধরে ধারাবাহিকভাবে পরিচালিত এই পরীক্ষায় শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে অংশ নেন। কেন্দ্রের বাইরে বিপুল সংখ্যক অভিভাবকদের অপেক্ষায় থাকতে দেখা গেছে। পরীক্ষার মূল্যায়ন শেষে অচিরেই ফলাফল প্রকাশসহ বৃত্তিপ্রাপ্তদের গোল্ড মেডেল, ট্যালেন্টপুলে, প্রথম গ্রেড, সাধারণ গ্রেডসহ বিভিন্ন ক্যাটাগরিতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে।