• ঢাকা
  • |
  • সোমবার ৩রা ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৬:৪২:০৩ (18-Aug-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

টঙ্গীতে অস্ত্র ও গুলি উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ একটি বিদেশি রিভলভার উদ্ধার করেছে পুলিশ।১৭ আগস্ট রোববার সন্ধ্যার দিকে টঙ্গীর শিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়।পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় স্কুলটির মাঠে পরিত্যক্ত অবস্থায় রিভলভার ও গুলি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশে খবর পাঠানো হয়। পুলিশ এসে রিভলভার ও ১৫ রাউন্ড গুলি জব্দ করে।এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, স্কুলের মাঠ থেকে বিদেশি রিভলবারসহ গুলি জব্দ করে থানায় আনা হয়েছে। কে বা কারা রিভলবারটি ফেলে গেছে, তা এখনো জানা যায়নি।