• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে আশ্বিন ১৪৩১ দুপুর ০১:৫৭:২১ (13-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে আশ্বিন ১৪৩১ দুপুর ০১:৫৭:২১ (13-Oct-2024)
  • - ৩৩° সে:

পিরোজপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী পরিষদের নেতৃত্বে রফিক-হাবিব

পিরোজপুর প্রতিনিধি: দীর্ঘ ৫ বছর পর পিরোজপুর জেলায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ১১ অক্টোবর শুক্রবার জেলা প্রেসক্লাব হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় সকলের সিদ্ধান্ত মোতাবেক কমিটি ঘোষণা করা হয়।কমিটিতে সভাপতি হিসেবে সার্জেন্ট (অব.) মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট অব. আউয়াল এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন সার্জেন্ট অব. মামুন।নতুন সাধারণ সম্পাদক সার্জেন্ট অব. মো. হাবিবুর রহমান তাঁর বক্তব্য বলেন, সুখে দু:খে আমরা সবাই, আমাদের সংগঠনের এই মূল মন্ত্রকে ধারণ করে সবাই একে অপরের পাশে থাকব। সংগঠন পরিচালনার সুবিধার জন্য সময় সাপেক্ষে পরবর্তী সময়ে সংগঠনের  সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকলের সিদ্ধান্ত মোতাবেক পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে।নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ পিরোজপুর জেলা শাখার সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়িছেন।