• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই পৌষ ১৪৩২ রাত ০৮:১৭:৫১ (30-Dec-2025)
  • - ৩৩° সে:
খালেদা জিয়ার মৃত্যুতে ঢাবি অধিভুক্ত সাত কলেজের সব পরীক্ষা স্থগিত

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাবি অধিভুক্ত সাত কলেজের সব পরীক্ষা স্থগিত

ঢাকা কলেজ প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের সব পরীক্ষা তিন দিনের জন্য স্থগিত করা হয়েছে।৩০ ডিসেম্বর মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের লক্ষ্যে তাঁর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেল থেকে শুরু করে বুধবার ও বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ এবং অধিভুক্ত/উপাদানকল্প কলেজ ও ইনস্টিটিউট কেন্দ্রের সব পরীক্ষা স্থগিত থাকবে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী জানান, রাজধানীর সরকারি সাত কলেজে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হয়, তাই এসব কলেজের পরীক্ষাও স্থগিত থাকবে। পরিস্থিতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে সংশোধিত রুটিন প্রকাশ করা হবে।আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। দীর্ঘদিন কিডনি ও হৃদরোগে ভোগার পাশাপাশি সম্প্রতি তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন এবং প্রায় এক মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বদরুন্নেসা মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ, সরকারি কবি নজরুল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজ।