• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই কার্তিক ১৪৩২ রাত ০৮:৫৬:২৩ (21-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

সদরপুরের মমিন হোটেলকে ২ লক্ষ টাকা জরিমানা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া, পচা-বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ করা এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে মমিন হোটেল এন্ড রেস্টুরেন্টকে দুই লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।২০ অক্টোবর সোমবার সকাল ১১টায় সদরপুর কলেজ মোড় এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা।উপজেলা প্রশাসন সূত্র জানা যায়, সোমবার সকাল ১১টার দিকে সদরপুর কলেজ মোড় এলাকার মমিন হোটেল এন্ড রেস্টুরেন্ট নামক খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে পচা ও বাসি খাবার বিক্রি, অপরিচ্ছন্ন রান্নাঘর, ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ খাবার মজুদ করার দায়ে হোটেল মালিককে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ লক্ষ টাকা জরিমানা করে।এসময় সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) মো. তোফাজ্জেল হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মচারীরা উপস্থিত ছিলেন।অভিযান সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, অভিযান পরিচালনাকালে নিরাপদ খাদ্য আইনে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া, পচা-বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ করা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে মমিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মালিককে ২ লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।তিনি বলেন, অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেছেন। উপজেলার খাবার হোটেলগুলোতে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে। কেউ অস্বাস্থ্যকর পরিবেশ খাবার বিক্রি করার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।