• ঢাকা
  • |
  • সোমবার ২৩শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:২২:২৮ (06-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২৩শে বৈশাখ ১৪৩১ সকাল ১০:২২:২৮ (06-May-2024)
  • - ৩৩° সে:

আমরা চাইলেই রাতারাতি মামলার জট কমাতে পারি না: বিচারপতি মজিবুর রহমান

পটুয়াখালী প্রতিনিধি: হাইকোর্ট বিভাগের বিচারপতি মজিবুর রহমান মিয়া বলেছেন, আমরা চাইলেই রাতারাতি আদালতের মামলার জট কমাতে পারি না। তবে বিচার প্রার্থীদের একটু শান্তি দিতে পারি।তিনি বলেন, আদালত চত্বরে বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামের জন্য মা ও শিশুদের একটি নিরাপদ পরিবেশ সৃষ্টি লক্ষে ‘ন্যায়কুঞ্জ’ স্থাপন করা হবে। এর উদ্দেশ্য হলো বিচারকে তরান্বিত করা।২ জুন শুক্রবার পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নির্মিতব্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্থর স্থাপনকালে বিচারপতি মজিবুর রহমান এসব কথা বলেন।পরে তিনি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে বৃক্ষ রোপণ করেন ও কনফারেন্স রুমে পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালত এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে জেলার বিভিন্ন আদালতে বিচারাধীন মামলাসমূহ, বিশেষ করে পুরাতন দেওয়ানী ও ফৌজদারী মামলাসমূহ অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তি করার বিষয়ে মতবিনিময় করেন।এসময় সিনিয়র জেলা ও দায়রা জজ এসএম এরশাদুল আলম ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জামাল হোসেন, বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশীদ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ মাহবুব আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।