• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ভাদ্র ১৪৩২ দুপুর ০১:৩৫:৩১ (13-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

বাউলিয়ানা শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নৌ-বিহার অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি: ‘চলো যাই নৌকা ভ্রমণে, সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে’ এই শ্লোগানকে সামনে রেখে ব্যপক উৎসাহ উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণভাবে টাঙ্গাইলে বাউলিয়ানা শিল্পীগোষ্ঠী ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যমুনা নদীতে হয়ে গেল নৌ বিহার ২০২৫ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।১২ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্ব পাড় যমুনা নদীর তীরবর্তী ঘাট থেকে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টের উদেশ্যে নৌ যাত্রাটি শুরু হয়। পরে নৌকায় বাউলিয়ানা শিল্পীগোষ্ঠীর গান পরিবেশনে যমুনা নদীর মাঝে ভ্রমণকারীরা এক অপার সৌন্দর্য উপভোগের পাশাপাশি আনন্দে মেতে ওঠেন।চমৎকার এ আয়োজনে বাউলিয়ানা শিল্পীগোষ্ঠীর প্রধান ও বাংলাদেশ টেলিভিশনের লোক সঙ্গীত শিল্পী রুহুল আমীন খোকনের কণ্ঠে দেশাত্মবোধক গানের মাধ্যমে সংগীতের আসর উদ্বোধন হয়। পর্যায়ক্রমে বিভিন্ন জায়গা থেকে আগত শিল্পীরা গান, কবিতা আবৃত্তি ও কৌতুকের মাধ্যমে নদীপথ মুখরিত করে তোলেন।এদের মধ্যে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন- এশিয়ান টিভি শিল্পী জুই বাউলা, এশিয়ান টিভি ও চ্যানেল এসের শিল্পী ইসরাত নুর, বাঁধন, সুজন বাউলা, সালাম মাস্টার, সালামসহ আরও অনেকে।এসময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল সরকারি টেকনিক্যাল কলেজের প্রভাষক, কবি ও লেখক নূরে রোকেয়া রুকু, গীতিকার সুরকার ও সংগীত শিল্পী ফিরোজ বাচ্চু, টাঙ্গাইল জেলা ৯৬ ব্যাচের গোলাম মোস্তফার নেতৃত্বে ব্যবসায়ী, চাকরিজীবী ও সাংবাদিকসহ একটি টিম, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আব্দুল লতিফ, কদমতলী- নাট্যজন- মোশারফ হোসেন মজনু ও জুলহাস উদ্দিন, চ্যানেল এস ধনবাড়ী প্রতিনিধি- মো. সোহান, নিউজ টুয়েন্টি ওয়ানের জেলা প্রতিনিধি মো. রফিক হাসান, টাঙ্গাইল জজ কোর্ট থেকে-  কামরুল হাসানসহ অনেকে।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন:  ডাক্তার গ্রুপের বেস্ট সংগঠক ও বাউলিয়ানা শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা-  মোখলেছুর রহমান। অনুষ্ঠানে যারা যন্ত্রসঙ্গীতে ছিলেন- বাঁশিতে শাহ জামাল, প্যাডে- নয়ন,  গিটারে- এ আর কাঞ্চন,  কিবোর্ডে- শিল্পী খোকন।