নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক: সামাজিক কার্যক্রম ও মানবিক দায়িত্ব পালনের ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বিএনএফডব্লিউএ) ঢাকা-এর উদ্যোগে গরীব, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।৫ জানুয়ারি সোমবার ঢাকার মিরপুর-১৪ তে অবস্থিত নাবিক আবাসিক এলাকায় এ মানবিক কর্মসূচিটি আয়োজিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিএনএফডব্লিউএ-এর প্রেসিডেন্টের সাথে আরও উপস্থিত ছিলেন- চেয়ারম্যান বিএন লেডিস ক্লাব ঢাকা, চেয়ারম্যান বিএনএফডব্লিউএ ঢাকা এবং বিএনএফডব্লিউএ কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্টবৃন্দ। এছাড়াও কমান্ডার ঢাকা নৌ অঞ্চল এবং বিএনএফডব্লিউএ ঢাকা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এই মহতী কার্যক্রমে অংশ নেন। শীতের তীব্রতা থেকে অসহায় মানুষকে রক্ষা করার লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশু, প্রতিবন্ধী ব্যক্তি এবং বয়স্ক নারী-পুরুষসহ বিপুলসংখ্যক দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। মূলত সুবিধাবঞ্চিত মানুষের দুর্ভোগ লাঘব এবং তাদের পাশে দাঁড়ানোর মহৎ উদ্দেশ্যে সংঘের নিজস্ব অর্থায়নে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। বিতরণকালে বিএনএফডব্লিউএ-এর প্রেসিডেন্ট উপস্থিত সাধারণ মানুষের ব্যক্তিগত খোঁজখবর নেন।প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা উপস্থিতদের আশ্বস্ত করে বলেন যে, শীতকালীন কষ্ট লাঘবে বাংলাদেশ নৌবাহিনী ও বিএনএফডব্লিউএ সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। বিএনএফডব্লিউএ-এর এই ধরনের উদ্যোগকে বাংলাদেশ নৌবাহিনীর মানবিক চেতনা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হয়। সংস্থাটি নিয়মিতভাবে তাদের এমন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।উল্লেখ্য যে, বাংলাদেশ নৌবাহিনী কেবল দেশের সমুদ্রসীমা রক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণেই সীমাবদ্ধ নয়, বরং সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম নিয়মিত পরিচালনা করছে। বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ নিয়মিতভাবে শিক্ষা, স্বাস্থ্য ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের পাশাপাশি দুর্যোগকালীন সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, যা দেশের সার্বিক সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখছে।