নেছারাবাদে ইয়াবাসহ বিদ্যালয়ের নৈশপ্রহরী ও সাবেক চেয়ারম্যানের ছেলে গ্রেফতার
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে ২৫ পিচ ইয়াবাসহ বিদ্যালয়ের নৈশপ্রহরী ও সাবেক চেয়ারম্যানের ছেলেকে গ্রেফতার পিরোজপুর ডিবি পুলিশ।৮ আগস্ট শুক্রবার সকালে পিরোজপুর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এস,আই) মো. মোস্তফা শওকত জামান এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেফতার নৈশপ্রহরীর নাম মো. রাজিব মোল্লা (৪০) পাটিকেলবাড়ী গ্রামের মো. সুলতান মোল্লার ছেলে। রাজিব মোল্লা গুয়ারেখা ইউনিয়নের এগারগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী পদে চাকরি করেন। এছাড়া গ্রেফতারকৃত অপর ব্যক্তি শাকিল সিকদার (৩৫) একই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. কুদ্দুস সিকদারের ছেলে।এগারগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, রাজিব মোল্লা আমার বিদ্যালয়ে দুই বছর যাবত নৈশপ্রহরী পদে চাকরি করে। রাজিব যে ইয়াবা বিক্রি করে তা সেইভাবে জানতাম না। তার বিরুদ্ধে সভাপতির কাছে নালিশ করব।জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ উপজেলার পূর্ব সোহাগদল গ্রীন রোড এলাকা থেকে ২৫ পিচ ইয়াবাসহ তাদের গ্রেফতার করে। পরে রাতেই তাদের নেছারাবাদ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। গ্রেফতার শাকিল সিকদারের বিরুদ্ধে থানায় চাঁদাবাজি, মাদকের মামলা আছে। এছাড়া, রাজিব মোল্লার বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার বিস্তর অভিযোগ রয়েছে।পিরোজপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, গ্রেফতারদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।