জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের নেলসন ম্যান্ডেলা- এম এম হোসাইন
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সাবেক এমপি চৌধুরী আকমল ইবনে ইউসুফের জামাতা এম এম হোসাইন বলেছেন- জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের জন্য নেলসন ম্যান্ডেলা, ছিলেন মাহাথির মোহাম্মদ। তাঁর অনন্য সৃষ্টি বিএনপির উনিশ দফা কর্মসূচির মাধ্যমেই দেশে প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে।তিনি আরও বলেন, তারুণ্যের প্রতীক তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরে এসে ক্ষমতা গ্রহণ করবেন। সেই দিনের অপেক্ষায় আমরা সবাই অধীর আগ্রহে আছি।৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টায় ফরিদপুরের সদরপুর উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কৃষ্ণপুর মোড়ে গিয়ে সমাপ্ত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় বক্তব্য রাখেন সদরপুর সরকারি কলেজের সাবেক জিএস শাহজামাল সাহেব, বিএনপির সাবেক নেতা রফিকুল ইসলাম বাবু মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।নিজের বক্তব্যে এম এম হোসাইন ফরিদপুর-৪ আসনের জনগণের উদ্দেশ্য বলেন, আমার শ্বশুর চৌধুরী আকমল ইবনে ইউসুফ ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একান্ত আস্থাভাজন। তিনি এমপি থাকাকালে এই আসনে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। আমি যদি আপনাদের দোয়া ও সমর্থনে নির্বাচিত হতে পারি, আমিও ইনশাআল্লাহ আপনাদের কল্যাণে কাজ করে যাব।শোভাযাত্রা ও সমাবেশে সদরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সহস্রাধিক বিএনপি নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।