• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১০:৩৬:৪৯ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১০:৩৬:৪৯ (20-May-2024)
  • - ৩৩° সে:

নেত্রকোণা-৪ আসনে নৌকার মাঝি সাজ্জাদুল হাসান

নিউজ ডেস্ক: জাতীয় সংসদের ১৬০ নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ি) আসনের উপ-নির্বাচনে দলীয় প্রতীক নৌকার মাঝি হিসেবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক সিনিয়র সচিব ও আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সাজ্জাদুল হাসান।২১ জুলাই শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করা হয়েছে।এর আগে, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সভার সিদ্ধান্ত মোতাবেক জাতীয় সংসদের ১৬০ নেত্রকোণা-৪ আসনের উপ-নির্বাচনে সাজ্জাদুল হাসানকে দলীয় মনোনয়ন প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। গত ১১ জুলাই নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য বেগম রেবেকা মমিনের মৃত্যুবরণ করেন। ১২ জুলাই আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। ১৬ জুলাই রোববার এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।তফসিল অনুযায়ী, এ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ২৪ জুলাই, মনোনয়ন বাছাই ২৫ জুলাই, আপিল ২৬ থেকে ২৮ জুলাই, আপিল নিষ্পত্তি ২৯ থেকে ৩০ জুলাই ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩১ জুলাই।প্রতীক বরাদ্দ করা হবে ১ আগস্ট এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২ সেপ্টেম্বর।