• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে কার্তিক ১৪৩২ রাত ০৮:৫৯:১০ (06-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক গাউসুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান

নিজস্ব প্রতিবেদক : নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নেত্রকোণা বিশ্ববিদ্যালয় বক্তৃতামালা শীর্ষক অনুষ্ঠানে কবি, প্রাবন্ধিক, গবেষক, কলামিস্ট ও এশিয়ান ইউনিভার্সিটির বাংলা বিভাগের অধ্যাপক গাউসুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীন মঙ্গলবার অনুষ্ঠানে উপস্থিত থেকে অধ্যাপক গাউসুর রহমানের হাতে এই স্মারক তুলে দেন।অনুষ্ঠানে অধ্যাপক গাউসুর রহমান কবিতায় ব্যক্তি ও সমাজ, এক অতলস্পর্শী দ্বৈতসত্তার মহাকাব্য শীর্ষক স্মারক বক্তব্য প্রদান করেন।বক্তব্যে তিনি কবিতায় ব্যক্তিসত্তা ও সামাজিক চেতনার গভীর পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোকপাত করেন।অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিমের, তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। তাঁর অনুপস্থিতিতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীন।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে অধ্যাপক গাউসুর রহমানের বক্তব্যের ওপর মতামত প্রদান করেন।