• ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৮:২৩:০০ (23-Nov-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

চাঁদের আলো নির্মাতা শেখ নজরুল ইলামের মৃত্যু

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গার গর্ব ‘চাঁদের আলো’সহ বহু জনপ্রিয় সিনেমার নির্মাতা শেখ নজরুল ইসলাম ইন্তেকাল করেছেন।২২ নভেম্বর শনিবার রাত সাড়ে ১১টায় রাজধানীর ধানমণ্ডি ইবনে সিনা হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। শেখ নজরুল ইসলাম নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল গ্রামের মৃত মহির উদ্দিন শেখের ছেলে। তার শেষ ইচ্ছা অনুযায়ী নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল গ্রামে বাবর ও দেছের আলী গোরস্থানে জানাজা শেষে দাফন করা হয়।চাঁদের হাসি, এতিম,ঈদ মোবারক, একক নির্মাতা হিসেবে শেখ নজরুল ইসলাম নির্মাণ করেন ‘চাবুক’, ‘চাঁদ’, ‘এতিম’, ‘নাগিন’, ‘মাসুম’, ‘ঈদ মোবারক’, ‘আশা’, ‘পরিবর্তন’, ‘নতুন পৃথিবী’, ‘দিদার’, ‘সালমা’, ‘বউ–শাশুড়ি’, ‘কসম’, ‘বিধাতা’, ‘স্ত্রীর পাওনা’, ‘চাঁদের আলো’, ‘চাঁদের হাসি’, ‘চক্রান্ত’, ‘সিংহ পুরুষ’, ‘সব খতম’, ‘দমন’, ‘জোছনার প্রেম’, ‘মা বড় না বউ বড়’ ইত্যাদি চলচ্চিত্রসহ বিভিন্ন চলচ্চিত্র নির্মাণ করেন।১৯৩৫ সালের ৭ নভেম্বর নাটোরের নলডাঙ্গা থানার পিপরুল গ্রামে জন্মগ্রহণ করেন শেখ নজরুল ইসলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর শেষে জহির রায়হান ও খান আতাউর রহমানের সহকারী হিসেবে চলচ্চিত্রে যোগ দেন। ১৯৭৪ সালে ‘চাবুক’ দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর নির্মাণ করেছেন বহু জনপ্রিয় ও সফল চলচ্চিত্র।